> বিশেষ প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়। > স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনরা স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন। > স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে এবং নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ রয়েছে। > সরকারী ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসা জন্যে সেবা গ্রহীতাদের কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে ক্রয় করতে হয়।
পরিবার পরিকল্পনা বিষয়ে যে কোন সমস্যার জন্য যোগাযোগঃ ফিরোজা বেগম--- মোবাঃ ০১৬২৪৩৫৪১১১
অফিসঃ
সাং বাখুন্ডা
ডাকঘরঃ বাখুন্ডা
থানাঃ কোতয়ালী
জেলাঃ ফরিদপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস