Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গেরদা ইউনিয়ন

ফরিদপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল গেরদা ইউনিয়ন। কালের স্বাক্ষী বহনকারী কুমার নদীটি বয়ে চলেছে অত্র ইউনিয়নের মধ্যে দিয়ে।কাল পরিক্রমায় আজ গেরদা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

*      নামঃ           ১১নং গেরদা ইউনিয়ন পরিষদ।

*      উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/বাস/অটো টেম্পু।

*      আয়তনঃ              ৭ (সাত বর্গ মাইল)

*      গ্রামের সংখ্যা– ১৬টি।

*      মৌজার সংখ্যা– ১৩টি।

*      লোকসংখ্যাঃ  ৪০১২০ জন।

*      পুরুষঃ                 ১৯৫০০ জন।

*      নারীঃ          ২০৬২০ জন।

*      ভোটার সংখ্যাঃ        ১৭৩৪৪ জন।

*      শিক্ষারহারঃ    ৭৫%।

*      পাকা রাস্তাঃ    ২০কিঃমিঃ।

*      কাচা রাস্তাঃ    ৪৭ কিঃমিঃ।

*      জমির পরিমানঃ       ৫৭৩৭ একর।

*      আবাদী জমিঃ  ৪৭৩৭ একর।

*      আবাদী জমিঃ  ১০০০ একর।

*      হাটবাজারঃ            ১২ টি।

*      মিলকারখানাঃ২ টি।

*      উচ্চ বিদ্যালয়ঃ৬ টি।

*      জুনিয়র উচ্চ বিদ্যালয়ঃ১ টি।

*      সরঃ প্রাঃ বিদ্যালয়ঃ    ৮ টি।

*      কেজি স্কুলঃ    ৫ টি।

*      কলেজঃ                ২ টি।

*      কারিগরি কলেজঃ     ১ টি।

*      মাদ্রাসাঃ               ৬ টি।

*      মাদ্রাসা ও কলেজঃ    ১ টি।

*      এতিমখানাঃ   ৫ টি।

*      মসজিদঃ               ৮২ টি।

*      মন্দিরঃ         ১৭ টি।

*      ব্যাংকঃ         ২ টি।

*      কমিউনিটি স্কুলঃ      ১ টি।

*      ভূমি অফিসঃ  ১ টি।

*      ডাকঘরঃ               ৩ টি।

*      গুচ্ছগ্রামঃ              ১ টি।

*      নদীঃ           ১ টি।

*      খালঃ           ৩ টি।

*      নলকূপঃ               ৮০০ টি।

*      মজা পুকুরঃ    ৫০ টি।

*      পশু হাসপাতালঃ      ২ টি।

*      স্বাস্থ্য কমপ্লেক্সঃ       ১ টি।

*      কমিউনিটি ক্লিনিকঃ   ৩ টি।

*      গ্রোথ সেন্টারঃ১ টি।

*      ফিলিং স্টেশনঃ        ২ টি।

*      গণকেন্দ্র পাঠাগারঃ    ১ টি।

*      ঐতিহাসিক/পর্যটনস্থানঃ৩ টিঃ

*      ভিজিডি বিতরন কেন্দ্রঃ ১ টি।

*      তথ্য ও সেবা কেন্দ্রঃ  ১ টি।

*      দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ জাহিদুর রহমান (জাহিদ)

*      ইউপি ভবন স্থাপন কাল– ১০/১১/১৯৮০ইং।

*      নবগঠিত পরিষদের বিবরণ–                               

   ১) শপথ গ্রহণের তারিখ– ৩০/০৭/২০১১ইং,     ২) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ৩০/০৭/২০১৬ইং

*      গ্রামসমূহেরনাম–

        ১. মামুদপুর, ২.দেওড়া,  ৩.কাফুরা,  ৪.পশড়া,  ৫.গেরদা, ৬. বাখুন্ডা,  ৭.ইকড়ী, ৮.বোকাইল,  ৯.জোয়াইড়,  ১০.হাবেলী দয়ারামপুর, ১১. কেশবনগর, ১২.নিখুরদী, ১৩.ধূলদী, ১৪. রঘুয়াপাড়া, ১৫. চরজোয়াইড়, ১৬. চরনিখুরদী।

 

*      ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।

               ৩) ইউনিয়ন দফাদার-১ জন।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯ জন।

বর্তমান চেয়ারম্যান- জনাব, মোঃ জাহিদুর রহমান (জাহিদ)- মোবাঃ ০১৭১৯৬০৬৪১৯

 বর্তমান সচিব মৌসুমী বেগম, মোবাঃ ০১৭৩২১৭২৬০১।

বর্তমান উদ্যেক্তা- খায়রুজ্জামান তুহিন, মোবাঃ ০১৭১২৩৩৩৫২৩৬।